শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

অস্তিত্ব

আয়নাতে নিজেকে দেখে যদি কোন দিন যাও চমকে,
নিজের অস্তিত্বে যদি হও সন্দিহান, যদি যাও থমকে,
নিজের গা থেকে যদি আঁশটে গন্ধ পাও,
নিজের কাছ থেকে নিজেই যদি পালিয়ে বেড়াও,
তবে মনে রেখো তোমাতে কিছু অংশ আছে আমারও। 
হাত দিয়ে পরশ করবে যেথা,
আমার অস্তিত্ব মিলবে সেথা।
পালিয়ে যাবার কোন পথ নেই,
বেলা শেষে মিলতে হবে এই আমাতেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন