বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

অন্তিম বিসর্জন

সব দিয়েও
    না পাহিবো তাহারে,
        ক্রন্দনরত মন-
           কি অন্তিম বিসর্জন!!!

হঠাৎ আসা এই প্লাবনে
    বৃষ্টিস্নান্ত এই লগনে,
        উঁকি দিয়ে সে যায়
            মনের অন্তরায়।

আচমকা এক ঝড়ের বেলায়
    তাহার-আমার মিলন মেলায়,
         অবুঝ মনের গহীন বনে-
শিহরন দিয়ে যায়।
     স্বর্গীয় অপ্সরীর ন্যায়
           সে নিজেকে লুকায়।

ক্ষণিক ক্ষণের ঐ লগন
     সৃতির ভেলায় চড়ে
          উঁকি দিয়ে যায়,
মৃদু যন্ত্রণা-
     বুকের মাঝে
          কাতরাইয়ে মারে হায়।