শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

অভিমান-৩


তোমার সাথে ছাড়াছাড়ি 
তোমার সাথে আড়ি,
তোমার সাথে নেই কথা কোন
যাব না তোমার বাড়ি। 

আমার সাথে লুকোচুরি?
তোমার মাথায় বাড়ি,
তোমার মাথায় কাঁচা গোবর
আমার গালে দাড়ি।

বোকা-সোঁকা আমি

পেয়েছো তো এক হাঁদারামকে
সব কাজে করো ক্যাঁচক্যাঁচ।
বুঝি না কি করে একটা মানুষের 
মাথায় থাকে এত প্যাঁচ! 

ভেবেছো কি তুমি খেয়ালের বসে 
ভুলে যাবো আমি সব? 
মাথা পেতে নেবো সবটুকু তার
যতই করো কলরব? 

মানলাম আমি বোকা-সোঁকা অতি
চুপিসারে তার সব মনে রাখি।
একবার শুধু বলো ভালবাসি-
দেখবে, কি করে সব বকা-ঝকা গিলে বসে আছি।

কথোপকথন-১

আমার সাথে রুপালী চাদঁ দেখবে? 
একটি সুর্যোদয় নতুবা একটি গোধূলি বেলা? 

# নাহ বাবা, হাতে মোটেও সময় নেই। 
আমার কাছে এগুলো সময়ের অপচয় মাত্র। 

শিশির ভেজা ঘাসে কিংবা কনকনে শীতের রাতে 
হাতে হাত রেখে যোজন-যোজন পাড়ি দেবে? 

# নাহ বাবা, এতো ইচ্ছে আমার নেই। 
ঠান্ডায় আমার এলার্জি।

কোন উদাসী বিকেলে একমগ উষ্ণ কফি কিংবা
কোন ঝমঝম বৃস্টির দুপুরে এক পেয়ালা চা
খাবে আমার সাথে?

# নাহ বাবা, ওগুলো খেতে পারি না,
খেলে ঘুম হয় না।

তাহলে চলো এক কাজ করি,
চুপচাপ বসে থাকি।

# চলো থাকি।

অভিমান-২

তুমি যদি আমায় ডাকো, 
আমি তোমায় ডাকবো না।
আগুন যদি জ্বালিয়ে দাও,
আমি সে আগুনে পুড়বো না।

দেখাও যদি হাজারো ভয়,
তবুও ভয় আমি পাবো না।
ভালবাসি বলে আকুতি করলেও
আমি ভালবাসি বলবো না।

মনে রেখো, গাল ধরে টেনে দিলেও
আমি কিন্তু গলবো না।
বলে রাখছি, আমি কিন্তু তোমায় আর
ভালবাসি বলবো না।

তোমার জন্য

তোমার জন্য ধুলোবালি শহর থেকে বহু দূরে-
একটা বাসা বানাবো।

তোমার জন্য চাঁদের বুড়ির কাছ থেকে সূতো ধার নিয়ে-
একটা শাড়ি বানাবো।

তোমার জন্য মেঘেদের সাথে চুক্তি করে-
বৃষ্টি নামাবো।

তোমার জন্য আকাশের কাছ থেকে হাজার খানেক তারা ধার করে- 
বাসার ছাঁদে টাঙিয়ে রাখবো।

কবিতা

একটা কবিতা তোমার জন্য 
একটা কবিতা আমার,
একটা কবিতা ছেড়া স্যান্ডেল নিয়ে
আরেকটা নিয়ে জামার। 

একটা গল্প তোমার জন্য
একটা গল্প আমার,
একটা গল্প মাছ খেকো পেত্নীর 
আরেকটা মহামানব-নামার। 

একটা উপন্যাস তোমার জন্য
একটা উপন্যাস আমার,
একটা উপন্যাস গান্ধি পোকার
আরেকটা মাছরাঙ্গার।

অভিমান

যতই থাকো গাল ফুলিয়ে
আমি তোমার রাগ ভাঙ্গাবো না,
যতই থাকো দূরে দূরে 
আমি তোমার কাছে আসবো না। 

যতই করো অভিমান 
আমি এর ধার ধারি না,
যতই গাও অশ্রুগান
আমি সে গান শুনবো না। 

ভেবো না আমি
গাল ফুলিয়ে নাক ভিজিয়ে
লিখছি আবোলতাবোল কবিতা,
ভেবো না তুমি
প্রতিবারের মতো ভালবাসি বললেই
ভুলে যাবো আমি সবি তা।