বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

এক বিন্দু জল আমি.........।।



অনেকের ভিড়ে হারিয়ে যাওয়া এক  বিন্দু জল আমি,
শিশির ভেজা গাছের পাতায়
গড়িয়ে পড়বো জানি

রক্তিম সূর্য অস্ত যেখানে
সেখানে আমার শুরু,
ভয় পেয়ো না অহনিকা,
উপছে পড়া শ্রাবণবাঁধে
আধখানি বালি মাঝে 
আষাঢ় ঝড়ে সংকীর্ণ ধারে
আঁকড়ে ধরা খড়খুটো ন্যায়
তোমারে রেখেছি মন মাজারে

ঝড় শেষে মুচকি হেসে 
আলো যখন জাগাবে তোমায়
দূর আকাশ মাঝে
লুকিয়ে থাকা ধুমকেতু হয়ে
দেখবে তোমায় 
অনেকের ভিড়ে হারিয়ে যাওয়া 
এক বিন্দু জল আমি...
......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন