শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

আকাঙ্ক্ষা

তোমার কাছে একটুকরো আলো চেয়েছিলাম, 
বিনিময়ে দিবো বলেছিলাম-
আমার আধারে ঢাকা মেঘলা আকাশ থেকে এক ফালি মেঘ,
যা বৃষ্টি হয়ে ঝরবে তোমার বাহুডোরে, 
তুমি বলেছিলে বৃষ্টি তোমায় তেমন টানে না। 

তোমার কাছে এক টুকরো পড়ন্ত বিকেল চেয়েছিলাম,
বিনিময়ে দিবো বলেছিলাম-
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে- ঘুম পাড়ানির গান,
যা তোমায় মূহুর্তেই ঘুম পাড়িয় দিবে,
তুমি বলেছিলে মাঝরাতে তোমার ঘুম ভাঙ্গে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন