বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

তুই

তুই কি ভেবেছিস 
তোর জন্য-
 
আকাশ- কুসুম স্বপ্ন দেখি?
 
তোর ভাবনায় ভিবোর হয়ে
 
ছন্দ ছাড়া কাব্য লিখি?

তুই কি ভেবেছিস
 
তোর হাসিতে পাগল হয়ে-
 
জ্যোৎস্না রাতের আলো পুষি?
 
তোর চোখে ডুবে গিয়ে
 
আবোল তাবোল অঙ্ক কষি?
 

ধ্যাত্তেরী যা, তুই বুঝিস কচু
কানা বগির ছা,তুই হতুম পেঁচো

স্বপ্ন বোনা, কাব্য লেখা
 
আমার সাধ্যে কুলোয় না,
 
আলো পোষা, অঙ্ক কষা
কিছুই যে আমি বুঝি না
 

...............
।।।।...............


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন