বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

খণ্ড কবিতা

(১) ছুটছি আজ,খুঁজছি তারে,
খোঁজার যে শেষ নাই,
মনঃমাজারে বাঁধিয়াছি তারে
বলিবার শুধু চাই
কোথা গেলে যে তারে পাই?
খোঁজার যে আর শেষ নাই

(২) 
আকাশটা আজ বড়ই একা
সাথে যে তার নেই কিছু,
ধূসর রঙের তারা গুলোও আজ
করছে না যে তার পিছু

(৩) 
অসম প্রেমের প্রেমিক মোরা 
প্রেমের দুয়ারে দুজন,
সকল বাঁধা পাড়ি দিবো মোরা,
হয়ে একে অপরের স্বজন

(৪) ক্ষণিকের
তরে-
হারিয়ে যাওয়া মানেই
ভুলে যাওয়া নয়,
পুরাতনকে ভুলে-
নতুনকে কাছে টানা
দুঃখ ছাড়া কিছু নয়

(৫) আঁধারের যাত্রী আমি
আঁধারে কথা কই,
আঁধার আমার শেষসম্বল
আঁধারেই শুয়ে রই

(৬) 
কত দূর তুমি রহিয়াছ প্রিয়
কত দূর তোমা বাস,
তোমা পরশ পাহিবা মোর 
কতদিনকার আশ, 
বিনা পরশে রহিয়াছি
ব্যথিত হিয়া-
ব্যাকুল দীর্ঘশ্বাস।

(৭) 
জীবনের স্বাদ নিতে নিতে 
নিঃশ্বাসের দুর্গন্ধে
যখন সেটা তিক্ত,
ঘরের মেঝেকে 
রং করিতে করিতে
রং তুলিতে করেছি
যখন রিক্ত,
তখনই- 
পাষণ্ড কালো রাত 
আমায় করেছে সিক্ত।

(৮) 
ইচ্ছে হয় ছুটে যাই
ঐ নীল রঙের শহরে,
যেথা কষ্টগুলো-
নীলরঙে বাসা বেঁধে 
তোমা-আমা হতে বহুদূরে ।।।।....।।।।....

(৯) 
হারিয়ে গিয়েছি নিজের মাঝে
নিজেই নিজেকে খুঁজি,
বিনিদ্র রজনী পাড় করে
ঘুম হারা চোখে-
অজান্তেই চোখ বুজি।


(১০) এক পুর্নিমা রাতে চাদেঁর বুড়ি হয়ে-সুতো কাটবো,
ঘুমে আচ্ছন্ন শহরে সদা ব্যস্ত তুমি;
ঘুমের মাঝে তলিয়ে গিয়ে বর্নহীন সপ্নের গায়ে রং ঢালায় মগ্ন যখন,
আমার সদ্যকাটা সুতো তোমার গালে আলতো হয়ে ছোয়ে দিয়ে যাবে তখন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন