বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

বন্দী কারাগার...... (রূপক কবিতা)

বন্দী পাখি,
খাঁচা ভেঙ্গে আজ-
ডানা ফেলল নীলে,
নীল রং,আজ রাঙিয়ে নিলো-
আপন চিত্তজুড়ে। 

কালো পাখি,নীল হয়ে আজ 
আত্মহারা মন,
দুষ্ট চক্রীর নির্দয় মনের 
অট্টহাসির দৃষ্টিক্ষেপণ।

নীল রং গুলো ছিটকে পড়ছে
গা গড়িয়ে তার,
কালো হয়ে রহিল সে পড়ে-
চিরচেনা সেই বন্দী কারাগার।

।।.........।।.........।।.........।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন