শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

বোকা-সোঁকা আমি

পেয়েছো তো এক হাঁদারামকে
সব কাজে করো ক্যাঁচক্যাঁচ।
বুঝি না কি করে একটা মানুষের 
মাথায় থাকে এত প্যাঁচ! 

ভেবেছো কি তুমি খেয়ালের বসে 
ভুলে যাবো আমি সব? 
মাথা পেতে নেবো সবটুকু তার
যতই করো কলরব? 

মানলাম আমি বোকা-সোঁকা অতি
চুপিসারে তার সব মনে রাখি।
একবার শুধু বলো ভালবাসি-
দেখবে, কি করে সব বকা-ঝকা গিলে বসে আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন