শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

স্বপ্ন ছিল


স্বপ্ন ছিল বৃষ্টি হয়ে
আকাশ থেকে ঝরে পড়বার।
স্বপ্ন ছিল পাখির হয়ে
সাতসমুদ্র পাড়ি দেবার।

স্বপ্ন ছিল মেঘ হয়ে
আকাশ মাঝে উড়ে বেড়াবার।
স্বপ্ন ছিল জোনাক হয়ে
সন্ধ্যে বেলার আলো হবার।

স্বপ্ন ছিল খেয়া ঘাটে
নিজের একটা খেয়া চড়াবার।
স্বপ্ন ছিল বাস্তববাদী হয়ে
বাস্তবতার গান গাবার।

স্বপ্ন ছিল সুখ পাখি হয়ে
সবার সুখ কেড়ে নেবার।
স্বপ্ন ছিল সাত রঙা রঙে রাঙিয়ে দিবো
চাঁদের কণা মুখখানি তাহার।

স্বপ্ন ছিল রংধনু রং
আকাশ থেকে চুরি করবার।
স্বপ্ন ছিল স্বপ্ন,আমার
দূর পর্বতে হারিয়ে যাবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন