বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

হিসেব কিছুতেই মিলছে না।

সব কিছু আজ যাচ্ছি ভুলে
স্মৃতির ভেলায় দুলছি না,
ভুলতে গিয়েও তোমায় আজ-
ভুলতে যে আর পারছি না
হিসেব কিছুতেই মিলছে না

সময় হঠাৎ যাচ্ছে বেড়ে
ঘড়ির কাটা থামছে না,
ভুলতে গিয়েও তোমায় আজ-
কিছুতেই সময় হচ্ছে না
হিসেব কিছুতেই মিলছে না

আকাশ পানে মেঘ জমেছে
বৃষ্টি হয়ে ঝরছে না
ভুলতে গিয়েও তোমায় আজ-
আকাশ কেন কাঁদছে না
হিসেব কিছুতেই মিলছে না

অপলক আখি,নির্ঘুম রাত
ঘুম যে আর আসছে না,
ভুলতে গিয়েও তোমায় আজ-
ঘুমের বড়ি খাচ্ছি না
হিসেব কিছুতেই মিলছে না

সব কিছু আজ যাচ্ছি ভুলে
স্মৃতির ভেলায় দুলছি না,
ভুলতে গিয়েও তোমায় আজ-
ভুলতে যে আর পারছি না
হিসেব কিছুতেই মিলছে না



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন